বিশ্ব হার্ট দিবসে জাফর ইকবালের বেশে হাজির কবির বকুল

বিশ্ব হার্ট দিবসে জাফর ইকবালের বেশে হাজির কবির বকুল

আজ, ২৯ সেপ্টেম্বর, বিশ্ব হার্ট দিবস। এ দিনটিকে উপলক্ষ্য করে নির্মাণ করা হয়েছে একটি একটি বিশেষ ওভিসি। বেক্সিমকো ফার্মার তত্ত্বাবধানে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মুজতবা জাহিদ। আর এতে প্রথমবারের মত বিজ্ঞাপনের মডেল হলেন এই গীতিকবি কবির বকুল। কিন্তু পর্দায় তিনি হাজির হয়েছেন প্রয়াত নায়ক জাফর ইকবালের বেশে।

২৩ দিন আগে